Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক সমযে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  কেন্দ্রে নরমাল ডেলিভারির  সেবার উপর  জোরদার করা হয়। 

 যে সকল কেন্দ্রে  জোরদার করা হয় তাদের তালিকা নিম্মরুপ:

১।  আলুকদিয়া।

২।  মোমিনপুর ।

৩। পদ্মবিলা ।

৪।  শংকরচন্দ্র।

৫।  কতুবপুর।

৬।  তিতুদহ।

৭।  বেগমপুর।

 

সাম্প্রতিক কর্মকান্ড

  1. মাতৃমৃত্যু হার (MMR), শিশুমৃত্যু হার (IMR) ও মোট প্রজনন হার (TFR) কমানো
  2. প্রজনন স্বাস্থ্যসেবা
  3. প্রজননস্বাস্থ্যে পুরুষের অংশগ্রহণ বৃদ্ধি
  4. জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকারীর হার বৃদ্ধিকরণ
  5. জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকারীদের মধ্যে ক্লিনিক্যাল ও দীর্ঘমেয়াদি পদ্ধতির আনুপাতিক হার বাড়ানো
  6. ড্রপ-আউটের হার কমানো
  7. বয়ঃসন্ধিকালীন সেবা
  8. বাল্যবিবাহ নিরুৎসাহিত করা এবং দেরিতে বিবাহে উৎসাহ প্রদান
  9. নিম্ন অগ্রগতি সম্পন্ন এলাকায় বিশেষ কার্যক্রম গ্রহণ
  10. ইলেকট্রোনিক, প্রিন্ট ও আউটডোর মিডিয়ার মাধ্যমে মা-শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রচারণা
  11. জনসংখ্যা নীতির যুগোপযোগীকরণ ইত্যাদি।